অণ্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১, বিক্ষোভ স্থানীয়দের
অন্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১ বিক্ষোভ স্থানীয়দের শুক্রবার সকালে মদনপুর গ্রামের বাসিন্দা সুবর্ণ দাস তার ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় কুলডাঙ্গা সামনে টার্নিং বালি গাড়ি ধাক্কা মারলে আহত হয় সুবর্ণ দাস বলে অভিযোগ করে তার দাদা সন্দীপ দাস মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে কোনোক্রমে প্রাণী বাঁচে সুবর্ণ দাসের ছেলে ঘটনায় চাউল হতেই বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এই এলাকা দিয়ে বেপরোয়াভাবে বালি গাড়ি চলাচল করে তাই আজ থেকে কোন বালির গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানায় বিক্ষোভকারীরা স্থানীয়রা বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে সকাল থেকেই ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ।