অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট।
অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি।আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। এদিন নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানালেন বিরাট।২০১৪ সালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হন বিরাট কোহলি।এরপর ২০১৭ সালে ওডিআই এবং টি-২০ দলের অধিনায়ক হিসাবে এগিয়ে আসেন “চেস মাস্টার”।তারপর থেকে ভারতীয় আন্তর্জাতিক দলের হয়ে অধিনায়কত্ব করেছেন বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।তবে সাফল্য আসেনি তেমন।ব্যাটসম্যান হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছালেও অধিনায়ক হিসাবে ভারতীয় দলকে তেমন কোনো আন্তর্জাতিক ট্রফি দিতে সফল হননি বিরাট।ফলে বারবারই পড়েছেন সমালোচনার মুখে।অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে পরপর দু’বছর বর্ডার গাভাস্কার ট্রফি তুলে দিয়েছেন ভারতের হাতে।তবুও যখনই ফিরে তাকাবেন,তখনই খুঁজে পাবেন আন্তর্জাতিক টুর্ণামেন্টে ব্যর্থতার গল্প।গত কয়েকদিন ধরেই জল্পনা সৃষ্টি হয়েছিল তার অধিনায়কত্ব নিয়ে।তবে আজ নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সকলকে জানালেন টি-২০ অধিনায়কত্বকে বিদায়ের কথা।তিনি জানান আগামী দিনে টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্বকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত।অধিনায়কত্বের দায়িত্বভার তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে।পাঁচটা আইপিএল ট্রফি জয়ী রোহিত শর্মা এর আগেও ভিরাটের অনুপস্থিতিতে ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং সাফল্য পেয়েছেন।আশা করা যায় আগামী দিনে ভারতীয় দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেবেন রোহিত। ২০২১ টি ২০ বিশ্বকাপের পরে দেখা যাবে ভারতীয় দলের এই রদবদল। ওয়ানডের এবং টেস্টের অধিনায়ক বিরাট থাকলেও টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা।