অনলাইনে পরীক্ষার দাবীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার দাবি তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো শতাধিক ছাত্রছাত্রী। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বেশ কয়েকটি কলেজের ছাত্রছাত্রীরা জমায়েত হন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষন ধরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবী অফলাইনের বদলে অনলাইনে প্রত্যেক সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। আন্দোলনকারীরা জানান, সারাবছর অনলাইনে ক্লাস হয়েছে তাদের। শিক্ষক শিক্ষিকারাও কথা দিয়েছিলেন অনলাইনে পরীক্ষা হওয়ার। মাত্র এক থেকে দেড় মাস অফলাইনে ক্লাস হয়েছে। এছাড়া প্র্যাকটিকাল ক্লাস ঠিকমতো হয়নি। এই পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা হলে তাঁরা নম্বরের দিক দিয়ে পিছিয়ে পড়বেন। তাই তাদের দাবী অফলাইন পরীক্ষা বাতিল করে অনলাইনে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 6 =