অনলাইন গেমের নেশায় ভিন রাজ্য কিশোর,অবশেষে বিহারের দানাপুর থেকে উদ্ধার করলো চন্দননগর কমিশনারেট র পুলিশ ।
অনলাইন গেমে আসক্তি, আর সেই আসক্তিতে ভিন রাজ্যে চলে গেলো এক কিশোর। রিষড়ার এস কে নগরের বাসিন্দা সন্তোষ যাদব। শ্রীরামপুর থানায় এসে জানায় তার নাবালক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।পুলিশ ততখনাত নাবালকের কাছে থাকা মোবাইলটি ট্রেক করা চেষ্টা করে। কিন্তু মোবাইল বন্ধ থাকায় ঐ নাবালকের হদিশ পাওয়া মুশকিল হয়ে পরে।
এরই মধ্যে বিহারের দানাপুর থেকে সন্তোষ যাদবের কাছে একটি ফোন আসে যে তার ছেলে সেখানে আছে।
শ্রীরামপুর থানার একটি টিম সেখানে পৌঁছায় সেখানে দানাপুর পুলিশের সহযোগিতা ঐ নাবালককে উদ্ধার করে নিয়ে আসা হয় রবিবার। সুত্রে খবর অনুযায়ী নাবালক জানায় অনলাইনে গেমের নেশায় সে ওখানে পৌঁছে যায়। সে কিভাবে গেলো তা নিজেও বলতে পারছে না।তবে কি জন্য নাবালকটি সেখানে গিয়েছিল তার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।তবে পুলিশের হস্তক্ষেপে দ্রুত নাবালকের বাড়ি ফেরায় বেজায় খুশি বাবা সন্তোষ যাদব। নাবালকে সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হলে। মহামান্য বিচারকের রায় নাবালককে তার বাড়ির লোকের হাতে তুলে দেয়া হয় শ্রীরামপুর থানার পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত জানা যায় ফেসবুক থেকে বন্ধুদের সঙ্গে অনলাইন গেম তারপর বন্ধুত্ব হলে গেম খেলতে চলে যায় বিহারের দানাপুর অঞ্চলে এবং তারপরে তার বাবা মা পুলিশে অভিযোগ জানায় ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে অবশেষে চন্দননগর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার করে নাবালককে। আপাতত নাবালক তার বাড়ির লোকের সঙ্গে বাড়িতে।