শুক্রবার সকালে মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় উদ্বোধন করা হয় মন্দিরের। জেলায় দ্বিতীয় বৃহত্তম মন্দির এটি। উপস্থিত ছিলেন অনুকুল ঠাকুরের বংশধর সিপাই বাবু, চাঁচল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার সহ অন্যান্য অতিথিরা। এদিন অনুকুল ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম ঘটে ওই এলাকায়। নাম সংকীর্তন করেন ভক্তরা। জেলায় প্রথম বৃহত্তম মন্দির রয়েছে ইংরেজবাজারের অমৃতি এলাকায়। দ্বিতীয় টি হল মহানন্দাপল্লী এলাকায়।
Home Uncategorized