দু সপ্তাহ কাটতে না কাটতে ফের পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বেলঘরিয়া রথতলার ক্লাব টাউন আবাসনের সম্পাদককে ফের ডেকে পাঠালো সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকেরা,আজ বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর পর তদন্তের জন্য ফের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল বেলঘড়িয়া রথতলার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া রথতলার আবাসনের সম্পাদক অঙ্কিত চৌগাড়িয়া কে,বেশ কিছু তথ্য জমা দেওয়া বাকি ছিল, পাশাপাশি যে সমস্ত আবাসনের নথি জমা দেওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সে,সেই সমস্ত নথি বোঝার জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং আরো বেশ কিছু নতুন তথ্য জানার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে ইডির তরফ থেকে এমনটাই জানালেন বেলঘড়িয়া রথতলার ক্লাব টাউন আবাসনের সম্পাদক অঙ্কিত চৌগাড়িয়া।
Home জেলা
