অনুব্রত মণ্ডলকে গ্ৰেফতার বীরভূমে ঢাক বাজিয়ে নকুলদানা, বাতাসা বিলি বিজেপির নেতা,নেত্রীদের।
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কান্ডে গ্ৰেফতার হওয়ায় শুক্রবার দেগঙ্গার কার্তিকপুর বাসষ্ট্যান্ডে ঢাক বাজিয়ে নকুল দানা, বাতাসা বিলি বিজেপির নেতা,নেত্রীদের।বিজেপি নেতাদের দাবি অনুব্রত মন্ডল যেভাবে বিরোধীদের চরাম, চরাম, নকুল দানা,বাতাসার জল, কখনও বা গুর জল খাওয়ানোর নিদান দিয়ে প্রচ্ছন্ন হুমকি দিতেন, সে গ্ৰেফতার হতে এবং অনান্য দোষীদের গ্ৰেফতারের দাবি জানিয়ে এদিন বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়।
