তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর থেকেই রাজ্যের বিরোধী দলগুলি সড়ক হয়েছে রাজ্যের সর্বত্রই। উত্তর ২৪ পরগনা বিজেপি যুব মোর্চার উদ্যোগে অভিনব প্রতিবাদ মিছিল সংঘটিত হলো সোদপুরে। অনুব্রত মণ্ডল ও পার্থ ভৌমিকের প্রতিকৃতি বানিয়ে প্রতিটি ভাবে গরু এনে রাস্তায় পথ চলতে মানুষকে বাতাসা নকুলদানা খাওয়ানো সহজ ঢাকের চরম চরম আওয়াজ সবটাই ছিল আজকের এই প্রতিবাদী মিছিলে। অমরাবতী থেকে শুরু হয়ে সোদপুর কাঁচ কল মোর পর্যন্ত যায়।
Home জেলা
