অনুব্রত মন্ডলের গ্রেফতারিতে বনগাঁয় বিজেপির মিছিল, গুড় বাতাসা বিলি করলেন বিধায়ক।
অনুব্রত মন্ডল কে গ্রেফতার করেছে সিবিআই কর্তারা । তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় গুরবাতাসা বিলির পাশাপাশি চোরাম চোরাম ঢাক বাজাচ্ছে বিজেপি । এদিন সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতেও লক্ষ করা গেল এই চিত্র । বনগাঁ রামনগর রোড এলাকায় সাধারণ মানুষের মধ্যে গুরবাতাসা বিলি করা হয় বিজেপির পক্ষ থেকে । পাশাপাশি চোরাম চোরাম ঢাক বাজাতেও লক্ষ করা যায় তাদের । যদিও এই বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন ।
