অনুষ্ঠান মঞ্চে গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক সংগীত শিল্পীর।
ঘটনাটি ঘটেছে উঃ ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত যশুর ঘোষ পাড়া এলাকায়, বেলঘড়িয়া থেকে একদল সংগীতশিল্পীরা এসেছিল ছুটি কাটাতে। কিন্তু ছুটি কাটিয়ে বাড়ি ফেরা হলো না ২২বছর বয়সের কিশোরী সৌমিতা দাস চৌধুরীর, পুলিশ সূত্রে জানা যায় নিহত মেয়েটির বাড়ি বেলঘড়িয়া এলাকায়। হাবড়া থানার যশুর ঘোষপাড়া এলাকায় গৌতম ঘোষের বাড়িতে একটি বাগানের মধ্যে করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সেখানেই চলছিল অনুষ্ঠান ঠিক তার শেষ মুহূর্তে ঘটে গেল দুর্ঘটনা, সৌমিতা দাস চৌধুরী যেখানে বসে ছিল ঠিক তার পিছনে ছিল একটি নারকেল গাছ, নারকেল গাছটি আচমকাই ভেঙে পড়ে ঠিক তখনই গাছের নিচে চাপা পড়ে সংগীত শিল্পী সৌমিতা দাস চৌধুরী ঠিক তখনই তার সহকর্মীরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হাবরা স্টেট জেনারেল হসপিটালে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এ বিষয়ে সৌমিতা দাস চৌধুরীর সহকর্মীদের সাথে কথা বলতে চাইলে তারা মুখ খুলতে রাজি হয়নি। ঠিক কীভাবে ঘটল এই ঘটনা। এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।