অন্ডালের মাধবপুরে খুন হওয়া শিশুর পরিবারের সাথে দেখা করতে এলেন মোঃ সেলিম ।

এদিন বর্ষিয়ান সিপিআইএম নেতা নৃশংসভাবে খুন হওয়া শিশুর পরিবারের লোকেদের সাথে এসে দেখা করেন এবং কথা বলেন । তিনি বলেন পুলিশ অপরাধী ধরতে ব্যর্থ তাই শীঘ্রই যদি অপরাধী ধরা না পড়ে তাহলে পুলিশের প্রতি আস্থা হারাতে বাধ্য মানুষ ।তখন অন্যভাবে তদন্ত চাওয়া হবে। বর্ষিয়ান সিপিআইএম নেতাকে এই ঘটনার জন্য সিবিআই তদন্ত চাওয়া হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এলাকার মানুষ এবং পরিবারের লোকজন যদি চান তাহলে অবশ্যই সিবিআই তদন্ত চাওয়া হবে।তবে তিনি এখানে এসেছেন যাতে কোনোভাবেই দোষীকে আড়াল করা না হয়। এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না হয় । এই ঘটনা যেন সারা দেশের লোক জানতে পারেএবং এই ঘটনায় জড়িত দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন মোঃ সেলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + twenty =