অন্ডালে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার শ্বশুর ও স্বামী

অন্ডালে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার শ্বশুর ও স্বামী

মঙ্গলবার অন্ডালের চকরামমবাটি শিব মন্দির কলোনি এলাকায় কুয়ো থেকে উদ্ধার হয় গৃহবধুর মৃতদেহ । ঘটনা চলে আসে, রাণীগঞ্জ থেকে দমকল বাহিনী । দমকল বাহিনীর চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার হয় গৃহবধূর মৃতদেহ । মৃতার পরিবারের তরফে জানানো হয় বছর তিনেক আগে অন্ডালের এই চকরামবাটি কলোনি এলাকায় প্রকাশ রজত নামে এক ব্যক্তির সঙ্গে তার মেয়ের বিয়ে হয় । মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই নানান অছিলায় তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হতো । মৃতার বাবা জানান কিছুদিন আগে তার মেয়ের শ্বশুর বাড়ি থেকে মৃতার স্বামীর জন্য মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলা হয়। সেটা দিতে না পারায় তাদের মেয়েকে মেরে কুয়োতে ফেলে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন বলে তাদের অভিযোগ ।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চকরামবাটি কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মৃতার শ্বশুর জেলা রজক ও স্বামী প্রকাশ রজককে। বুধবার ভিতরে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো । তাদের জিজ্ঞাসাবাদ করে মিলতে পারে আরো অনেক তথ্য । তাই মহামান্য আদালতের কাছে তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করছে অন্ডাল থানার পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − two =