অন্ডাল রেল স্টেশন এলাকায় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্ষোভে সামিল হলেন।

অন্ডালে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রেলের জমিতে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন দোকান চালিয়ে আসছেন রেল দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে অবিলম্বে তাদেরকে উঠে যেতে হবে না হলে তাদের উচ্ছেদ করা হবে । আজ সকাল থেকেই তারা সমস্ত দোকানপাট ওই এলাকায় একদিনের জন্য প্রতিকী বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বক্তব্য অন্ডাল রেল স্টেশন একটি জংশন এখানে রেল দপ্তরের তরফ থেকে কোন দোকানও নেই সাধারণ মানুষের সুবিধার জন্য। তাই রেলের বিভিন্ন জায়গাতে তারা সবজি মানডি থেকে বাজার থেকে বিভিন্ন দোকানপাট দীর্ঘ বেশ কয়েকবছর ধরে করে আসছেন এতে অন্ডাল এলাকার প্রচুর মানুষের সুবিধা হচ্ছে এই বাজারের জন্য। তাই তাদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদেরকে পুনর্বাসন দিতে হবে অন্য কোন জায়গায় না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। এই নিয়ে তাঁরা আজকে অন্ডালের রেল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেপুটেশন জমা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =