হিরাপুর থানার একটি গুরুত্বপূর্ণ রোডে এক অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো হল।মঙ্গলবার এই ক্যামেরার সূচনা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি।জানা গিয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে হিরাপুর থানা এলাকায় নজরদারি চালাবে পুলিশ।এর পাশাপাশি হিরাপুর থানা ময়দানে এক স্বেচ্ছাসেবি সংস্থার তরফে দুস্থ পড়ুয়াদের অঙ্কন খাতা ও রঙ পেনশিল তুলে দেওয়া হয়েছে।