ভারতের ছোট্ট অঞ্চল ত্রিপুরা রাজ্যের দুর্গম পাহাড়ি এলাকা গুলিতে প্ররিশ্রুত পানীয় জল আদৌ কি পৌঁছাচ্ছে ,সেই খবর নেওয়ার জন্য প্রয়োজনটুকু মনে করছেন না রাজনৈতিক নেতা – মন্ত্রীরা এমন তাই জানা যায় এলাকাবাসীদের কাছ থেকে। আজও ত্রিপুরায় বহু দুর্গম পাহাড়ি জনজাতি অধ্যুষিত এলাকাগুলো পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পানীয় জল থেকে বঞ্চিত, এরকমই এক দৃশ্য দেখা গেল ত্রিপুরা খোয়াই জেলা মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের অধীন রঙ্গিয়াটিলা এলাকা থেকে। সেইসব এলাকার জনজাতি মানুষজনদের অভিযোগ, রঙ্গিয়াটিলা এলাকায় সরকারি ভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় পানীয় জলের ব্যাবস্থা করে দেওয়া হলেও, আসছে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পানীয় জল। পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার জনগণ।নিয়মিত জল আসলেও সেই জল আইরন যুক্ত হওয়ার ফলে মানুষের পান করার জন্য অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে ব্যাপক সমস্যার সন্মুখীন হতে হয় ওই‌ এলাকা গুলিতে বসবাসরত জনজাতি মানুষজনদের। ফলে জল সংক্রান্ত বিভিন্ন রোগ ব্যাধির আশঙ্কা করছে এলাকার মানুষজনরা ।
তৎসঙ্গে এখনো, ওই এলাকায় সম্পূর্ণভাবে পানীয় জলের চাহিদা পূরণ করা হয়নি বলেও দাবী করেন এলাকার স্থানীয় এক জনজাতি বাসিন্দা। এবং জানা যায় ওই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় যে, অতীতে ওই এলাকা গুলিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু জলের ট্যাঙ্ক বসানো হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই জলের ট্যাঙ্কগুলির অধিকাংশই এখন আর যথাস্থানে নেই, ট্যাঙ্ক গুলিকে কে বা কাহারা গায়েব করে নিয়ে দিয়েছে। কিন্তু, এই বিষয়ে প্রশাসনিক তরফ থেকেও কোনো ব্যাবস্থা গ্ৰহন করা হয়নি। যার ফলে বর্তমানে একপ্রকার ভঙ্গুর অবস্থায় আইরন যুক্ত অপরিষ্কার-অপরিচ্ছন্ন জল দিয়েই নিজেদের জলের চাহিদা পূরণ করতে হচ্ছে রঙ্গিয়াটিলা একাকার সহজ সরল জনজাতি মানুষজনদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 2 =