অবশেষে খোঁজ মিললো হাওড়ার একই পরিবারের তিন জনের।
অবশেষে সন্ধান মিলল বালির নিশ্চিন্দা সাপুইপারা থেকে নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ এবং সাত বছরের সন্তানের।পুলিশ সূত্রে জানা গেছে,নিখোঁজের দিন শ্রীরামপুরে যাওয়ার নাম করে বেরিয়ে ওই দুই গৃহবধূ দুজন পূর্ব পরিচিত রাজমিস্ত্রির সাথে মুর্শিদাবাদ চলে যান।তদন্তে নেমে রবিবার সন্ধ্যায় পুলিশ এই খবর পাওয়ার পর মুর্শিদাবাদের সুতিতে তাদের বাড়ি গেলে জানতে পারেন সেখানে এক দিন থাকার পরেই তারা সকলে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। আপাতত মুম্বাইয়ে তাদের সঠিক অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ।একটি বিশেষ দল গঠন করে মুম্বাইতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এই গৃহবধূদের পুরনো বাড়ি নতুন করে তৈরি হবার সময় দুই রাজ মিস্ত্রির সঙ্গে তাদের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তারপরেই ঘনিষ্ঠতা এবং গত ১৫ ডিসেম্বর থেকে তারা নিখোঁজ।যদিও এ বিষয়ে বাড়ির সদস্যরা মুখ খুলতে চান নি।
