অবশেষে গঙ্গাসাগরের ভেঙে যাওয়া নদীবাঁধ এর কাজ শুরু করল প্রশাসন। গত কয়েকদিন আগে পূর্ণিমার কোটালে নতুন করে ভাঙতে শুরু করেছিল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনের নদী বাঁধ। দুই থেকে চার নম্বর পর্যন্ত ভাঙছিল নদী বাঁধ সেই খবর বাংলা জাগো দর্শকদের সামনে তুলে ধরেছিলাম আমরা তারপরে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানাইয়া কুমার রাও গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি ও জিবিডি এর আধিকারিকেরা ওই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে এবং দ্রুত বাঁধ মেরামতের কাজও শুরু করে দেয় সেই কাজের ও অগ্রগতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। এলাকাবাসীদের দাবি বর্ষার আগে এই বাঁধের কাজ শেষ করা হোক তাহলে তাদেরকে আর আতঙ্কের মধ্যে থাকতে হবে না কিন্তু অস্থায়ী ভাবে কাজ হলে নদী বাঁধ আটকে রাখা তো সম্ভব না তা ধ্বসে ভেঙে যেতে পারে, সেই কারণে কংক্রিটের ও নদী বাঁধের দাবি জানাচ্ছে এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 7 =