অবশেষে গড়াতে চলেছে লোকাল ট্রেনের চাকা।
দীর্ঘদিন করোনার প্রভাবে ব্ন্ধ ছিল লোকাল ট্রেন।অবশেষে পাঁচ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন।রবিবার থেকে অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন।নির্দেশিকা জারি করল নবান্ন।৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন।নিঃসন্দেহে রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি নবান্নের তরফে। তবে স্টাফ স্পেশাল ট্রেনে যে পরিমাণ ভিড় বাড়ছিল,তাতে লোকাল ট্রেন চালু না করলে পরিস্থিতি যে ভয়াবহ হতে পারতো তা বলার অবকাশ নেই।তবে লোকাল ট্রেন চালু হলেও সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।
তবে লোকাল ট্রেন চালুর পাশাপাশি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে নাইট কার্ফু।