করোনা আবহে ট্রেনের চাকা ঘুরলেও আগামী বুধবার দীর্ঘ সাত মাস পর চাকা ঘুরবে লোকাল ট্রেনের। অর্থাৎ সর্বসাধারণের জন্য সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আগামী ১১ তারিখ থেকে চলবে লোকাল ট্রেন, এমনটাই বৃহস্পতিবার রাজ্য-রেল বৈঠকের পর জানা গেছে।সূত্রের খবর, আগামী ১১ নভেম্বর থেকে প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে রাজ্যে। শিয়ালদা ডিভিশনে ১১৪ জোড়া এবং হাওড়া ডিভিশনে ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে। বাকি কিছু ট্রেন খড়্গপুর ডিভিশনে চালানো হবে। এছাড়াও জানানো হয়েছে করোনা আবহে ট্রেন চালানোর জন্য নতুন টাইম টেবিল তৈরি করা হচ্ছেনা,পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চালানো হবে কারণ তা অনেকটাই সময়সাপেক্ষ।পাশাপাশি বিগত তিন–চারদিন ধরেই রাজ্য এবং রেলের মধ্যে আলোচনা চলছিল। গতকালের বৈঠকে আলোচনা হয়েছে, কত ট্রেন চলবে, কত মানুষ তাতে উঠতে পারবেন– এই বিষয়গুলো নিয়ে।
Home কলকাতা