অবশেষে মালদায় পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনের অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। সূত্রের খবর অনুযায়ী বিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বাবলা সরকারের খুনের প্রায় চার মাস পর গ্রেপ্তার কৃষ্ণ রজক। জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে ছিল জেলা পুলিশ। অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক। তবে এখনো পলাতক বাবলু যাদব। এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আট জন। এদিকে কৃষ্ণ রজকের গ্রেফতারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারনা ? ইতি মধ্যেই মূল চক্রে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। আজই কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। তবে জানা যাচ্ছে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − four =