অবশেষে মিলল ক্যান্সারের ‘অ্যানসার’!

অবশেষে ক্যান্সার চিকিৎসা জগতে এক যুগান্তকারী ‘মিরাকল’।ইতিহাসে প্রথমবার এক ওষুধেই নির্মূল হবে ক্যানসারের মতো মারণ ব্যাধি!এমনই দাবি মার্কিন গবেষকদের।যে সমস্ত ক‍্যানসার আক্রান্ত রোগীর শরীরে ওষুধ ব‍্যবহার করা হয়েছিল তাদের সকলেই সেড়ে উঠেছেন। ১৮ জন ক্যানসার আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা করার পরই এমন সিদ্ধাতে এসেছেন গবেষকরা। তবে তাঁদের দাবি, এই বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন। ১৮ জন রেক্টাল ক্যানসার রোগীকে একই ওষুধ দেওয়া হয়েছিল ৬ মাস ধরে।তাদের প্রত্যেকের টিউমারগুলি ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে এই ওষুধের ফলে। ৬ মাসের মাথায় সকলেই ক্যানসারকে হারিয়ে নতুন জীবনের পথে।

ডোস্টারলিম‍্যাব হল ল‍্যাবরেটরি উৎপাদিত অণু গঠিত একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে।বিশেষজ্ঞরা এই ওষুধকে ‘মিরাকল ড্রাগ’ নামেও উল্লেখ করেছেন। ডোস্টারলিম্যাব নামে এই ওষুধকেই এখন মিরাকল ড্রাগ হিসাবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ কয়েক দশক ধরে ক্যানসারের মতো মারণ ব্যাধিকে কীভাবে হারানো যায় তা নিয়ে গবেষণা চলছে।এই গবেষণা ক্যান্সার চিকিৎসায় এক আলোর দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 6 =