অবশেষে ২০ মাস পর খুলতে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।
অবশেষে খুলতে চলেছে স্কুল কলেজ। আগামী ১৫ নভেম্বর সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অবশেষে দীর্ঘ ২০ মাস পর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ।
করোনা পরিস্থিতিতে ২৩ মার্চ ২০২০ সাল থেকে সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করা হয়েছিল।এরপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত অফিস, দোকান বাজার খুললেও বন্ধ রাখা হয়েছিল স্কুল-কলেজ। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল স্কুল খোলার দাবিতে আন্দোলন শুরু করেছে।তবে, করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।কার্যত ফলে প্রবল সমস্যায় পড়েছিল পড়ুয়ারা। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ের পরই সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।আর করোনার প্রভাব কিছুটা কমতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন স্কুল খোলার তারিখ।পুজোর পরেই যে স্কুল খোলা হবে সেই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে, ২৯ অক্টোবরের মধ্যে স্কুলগুলির পরিষ্কার এবং স্যানিটাইজেশনের প্রথম দফার কাজ শেষ করতে হবে।