অবৈধভাবে জলাভূমি ভরাট, খবর পেয়ে রাস্তায় নামল বহরমপুর পুলিশ- প্রশাসন।
বহরমপুরের চালতিয়া বিলের প্রায় ৩২ একর জুড়ে জলাভূমি রয়েছে।অভিযোগ, সেই জলাভূমি মাটি দিয়ে ফেলা হচ্ছে।খবর পেয়ে পুলিশ প্রশাসন মাঠে নেমে তদন্ত শুরু করেন।মঙ্গলবার বহরমপুর মহকুমা শাসক, বহরমপুর বিডিও এবং বি এল আর ও সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছান।প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে কোনভাবেই জলাভূমি ভরাট করা চলবে না বলে স্পষ্ট জানালো প্রশাসন।যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ৩২ একর জলাভূমির মধ্যে ৫ থেকে ৭ একর জমি তাদের নিজেদের নামে রয়েছে।সেখানে একসময় চাষবাস হত।কিন্তু বিলের জল জমে যাওয়ায় আপাতত চাষ বন্ধ। ফলে নিজেদের নামে ওই জমি কিছুটা ভরাট করছিলেন তারা।সেই মাটি তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসন।যদিও প্রশাসন জানাচ্ছেন,সেই জমির রেকর্ড থাকলেও জলাভূমি ভরাট করা যাবে না।