অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য চার বাংলাদেশিকে গ্রেফতার করল মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর পুলিশ ফাঁড়ি বুধবার সন্ধ্যাবেলা মছলন্দপুর বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে নিয়ে আসা হয় মছলন্দপুর তদন্ত কেন্দ্রে। এরা প্রত্যেকেই বাংলাদেশের মোড়লগঞ্জ থানার বাসিন্দা। ধৃতরা দালাল ধরে ভারতে প্রবেশ করেছিল এরা প্রত্যেকেই ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছিল বলে জানা গেছে। ধৃতদের নাম জাকির হোসেন (৪০), রুবি বেগম (৩০), আল ইমরান (২৮) এবং সোনিয়া বেগম (৩০)। এদের বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়েছে।
গতকাল রাস্তায় পেট্রোলিং করার সময় পুলিশের নজরে আসে মছলন্দপুর বাসস্ট্যান্ডে চারজন দাঁড়িয়ে আছে। পুলিশ ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে চাইলে তাদের কাছে কোনও বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় না। জানা যায়, ধৃত ওই ব্যক্তিরা গতকালই ভারত – বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। মছলন্দপুর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছিলেন।