অবৈধ দখলদারী উচ্ছেদ করল প্রশাসন।

হাইকোর্টের নির্দেশে নন্দকুমার থানার অন্তর্গত নিকাশি বাজার এর কাছে পি ডব্লিউ ডি রোডসের জায়গা নন্দকুমার ব্লক প্রশাসন। দীর্ঘদিন ধরে পি ডব্লিউ ডি রোড জায়গা দখল করে দোকানঘর গড়ে তোলে স্থানীয়রা বাসিন্দারা। সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। যা গড়ায় কোর্ট পর্যন্ত। সরকারি জায়গা দখল করে নিকাশি বাজার কমিটি দোকান ঘর ভাড়া দেয়। দোকানঘর শুরু করার সময় বাধা দেয় পাশের একটি হার্ডওয়ার্স দোকানদার। উভয়ের মধ্যে জায়গা দখল নিয়ে শুরু হয় বিবাদ কোট পর্যন্ত গড়ায়। ২০১৮ সালে হাইকোর্টের মামলা সরকারি জায়গা দখল মুক্ত করার রায় দেয় আদালত। আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করে নন্দকুমার ব্লক প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 6 =