অবৈধ লোহার ব্রিজ,তৈরী পুলিশের হাতে গ্রেপ্তার ৪ জমি মাফিয়া

সাহু নদীর উপর অবৈধ ভাবে লোহার ব্রীজ বানিয়ে মোটা অংকের বিনিময়ে সরকারী জমি ও নদীর চর দখলের চেষ্টা করে কিছু জমি মাফিয়া। আর সেই খবর চাউর হতেই নরেচরে বসে পুলিশ প্রশাসন। গত ২১শে এপ্রিল ভেঙ্গে দেওয়া হয় সেই অবৈধ ব্রীজ। তারপরেই প্রশ্ন উঠেছে, কিভাবে প্রসাশনের অজান্তে জমি মাফিয়ারা কিভাবেই রাতারাতি শক্তপক্ত লোহার ব্রীজ তৈরি করে ফেললো সাহু নদীর উপর।বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই নদী দখল বা সরকারী জমি দখল। কোন ভাবেই বরদাস্ত নয়,সাফ জানিয়ে দেন তিনি।দ্রুত দোষিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।নির্দেশ পেয়েই শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌড়ব শর্মার নির্দেশে শুরু হয় জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান। অবশেষে অবৈধ লোহার ব্রীজ কান্ডে জরিত থাকায়, বাপন দাস,কার্ত্তিক বোস,নির্মল রায় ও দেবাশিস বর্মনকে গ্রেফতার করে এন জে পি থানার পুলিশ। আজ শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + twenty =