টোটো চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের হবিবপুর থানা এলাকায়।শনিবার রাতে মালদা মঙ্গলবাড়ী থেকে এসেছিলেন টোটো নিয়ে শ্বশুরবাড়ি আইহো বক্সীনগর এলাকায়।টোটো রেখে বাড়ির ভেতরে যেতেই প্রায় এক ঘন্টা পরে এসে দেখেন টোটো নেই চিন্তায় পরে টোটোর মালিক অনেক খোঁজাখুঁজি পরেও মেলেনি টোটো অবশেষে আইহো স্যান্ডে সিভিক ভলেন্টিয়ারদের জানান।
এদিকে টোটোর মালিক মনোজ মন্ডল জানান, শনিবার রাত এগারোটা নাগাদ মালদা থেকে শশুরবাড়ি এসেছিলেন বক্সীনগর এলাকায় বাড়ির সামনে টোটো রেখে ভেতরে গিয়ে প্রায় এক ঘন্টা পর এসে দেখেন তার টোটো নেই, তড়িঘড়ি এলাকায় খোঁজাখুঁজি শুরু করে টোটো না পাওয়ায় আইহো স্ট্যান্ডে থাকা সিভিক ভলেন্টিয়ারদের জানালে তারাও খোজ চালাই বলে জানান। অবশেষে রবিবার ভোরবেলা ওই এলাকার কৃষকেরা ধানের জমিতে যাওয়ার পথে আইহো বক্সীনগর এলাকার উপরকেন্দুয়া এলাকায় ফাঁকা রাস্তার উপরে মাঠের মধ্যে টোটো টি রয়েছে ওই এলাকার টোটো চাকদের বিষটি জানালে তারা জানান টোটো টি মালদার। খবর দেওয়া হয় হবিবপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিপুর থানার পুলিশ টোটো চেকিং করলে দেখা গিয়েছে টোটোর চারটি ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। টোটোটি হবিবপুর থানার থানায় রয়েছে টোটোর মালিক কে জানানো হয় উপযুক্ত কাগজপত্র নিয়ে সেটা নিয়ে যায়।
জানা গিয়েছে, টোটোর মালিকের নাম মনোজ মন্ডল বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী এলাকার সামুন্ডাই কলোনির বাসিন্দা। পাশাপাশি হবিবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।