অভিনব কায়দায় ATM প্রতারনা।
এবার অভিনব কায়দায় ATM প্রতারনা। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার তাকে ফরতাবাদ এলাকা থেকে গ্রেফতার কর হয়। গড়িয়া এলাকার বিভিন্ন ATM কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে সন্দেহ হয় পুলিশের। তাকে আটক করে তার কাছ থেকে পরচুলা, আয়রড রড, চুম্বক, স্ক্রু-ড্রাইভার, আঁঠা লাগানো টেপ, উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিভিন্ন ATM কাউন্টারে টাকা বেরনোর মুখে তারা আয়রন রড লাগিয়ে রাখত। কেউ কাউন্টার থেকে টাকা তুললে তার টাকা মুখে এসে আটকে যেত। টাকা না পেয়ে কাউন্টার ছাড়লেই অভিযুক্ত ঢুকে টাকা বেরানোর মুখ থেকে আয়রন রড খুলে টাকা বের করে নিত। বেশ কয়েকবছর ধরে এই কাজ করছিল সে। অভিযুক্ত ঈশাক আলিকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি বারাসাত এলাকায়। অভিযুক্তকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
