অভিনব বাইক চুরি চক্রের কিনারা করল সোনারপুর থানার পুলিশ ৷
অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতত এই চক্রটি ৷ বাইক কেনার নাম করে বাইক ওনারের সাথে যোগাযোগ করত তারা ৷ তারপর বাইক টেস্ট করার নাম করে বাইক নিয়ে পালিয়ে যেত ৷ তারপর সেই বাইক তারা স্থানীয় জায়গায় বিক্রি না করে বিক্রি করত বিভিন্ন জায়গায় ৷ দক্ষিন চব্বিশ পরগনা জেলা জুড়েই এই বাইক চক্র কাজ করত বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ ৷ সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে এইভাবে এক যুবকের বাইক চুরি যায় কিছুদিন আগে ৷ সেই যুবক সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে ৷ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে ও প্রতারিত যুবকের ফোন কলের সুত্র ধরে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ বৃহস্পতিবার এই ঘটনায় নরেন্দ্রপুর থানা এলাকার শিমুলতলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ এই ঘটনায় আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷