বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে রক্ষাকবচ হাইকোর্টের।হাইকোর্টের নির্দেশে,চিটফান্ড মামলার তদন্তে বিজ্পুরের বিধায়ক সুবোধ অধিকারীকে সিবিআই তলবের ক্ষেত্রে রয়েছে একাধিক নিষেধাজ্ঞা।হাইকোর্ট জানিয়েছে,জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও একদিনে ৩ ঘণ্টার বেশি জেরা করা যাবে না।গ্রেফতার করতে হলে ১০ দিন আগে নোটিশ দিতে হবে সিবিআইকে। ১০ দিনের মধ্যে গ্রেফতার করতে পারবে না সিবিআই।অভিযুক্ত হিসেবে ডাকলেও গ্রেফতার নয়।এমনকি,সাক্ষী হিসেবে তলব করলেও ৭২ ঘন্টা আগে নোটিশ দিতে হবে তাকে।বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে।
আদালতের তরফে জানানো হয়েছে,২৮ সেপ্টেম্বরের মধ্যে সুবোধ অধিকারীকে সমস্ত নথি সিবিআইয়ের কাছে জমা দিতে হবে। প্রসঙ্গত,সন্মার্গ চিটফান্ড মামলার তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি। এই চিটফান্ড মামলায় রাজুর ঘনিষ্ঠ হিসেবে বিজ্পুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা।