গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুরের সৈদাবাদ এলাকায়। তৃণমূল কর্মীর কথায় কুঁজ ঘাটা চার নম্বর তৃণমূল পার্টি অফিসের উদ্যোগে প্রতি বছরই কালীপুজোর আয়োজন করা হয়। সেইমতো এবারও কালীপুজো নিয়েই মিটিং হচ্ছিল সেই সময় হঠাৎই লোহার রড আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় একদল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন বিশ্বজিৎ দাস নামে এক তৃণমূল কর্মী তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে অজয় রায় নামে এক বহিরাগতকে আটক করে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়, ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।