ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড শ্যামনগর রাউতার বাসিন্দা বাবা দিনমজুর এর কাজ করে। কাজ দেবার নাম করে বাড়িতে খুঁজতে আসে তারই পরিচিত অজয় ঘরামি নামে এক ব্যক্তি। বাড়িতে ছিলেন না বালিকার বাবা কৃষ্ণ দাস। সেই সুযোগকে কাজে লাগায়,অজয় ঘরামী বাবাকে ডেকে আনতে বলে , সাথে যায় অজয় ঘরামি । খোঁজার নাম করে মানুর বাগানে নিয়ে যায় ওই নাবালিকাকে তারপর তার সাথে যৌন হেনস্থার চেষ্টা করে অজয়। নাবালিকাকে হুমকি দেওয়া হয় যদি এই ঘটনা কারোর কাছে বলে তাহলে তাকে মেরে ফেলবে এমনকি তার দিদিকেও এ নিয়ে হুমকি দেয় অজয়ের পরিবার। এমনকি মোবাইলে ছবি তুলে হুমকি পর্যন্ত দেয় অভিযুক্ত। এরপরই আতঙ্কিত পরিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে ,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনার পর পলাতক অজয় ঘরামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 10 =