অমর শিল্পী কিশোর কুমারের আজ ৯৩ তম জন্ম দিবস।
সেই উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরে ও টালিগঞ্জে আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট কিশোর কন্ঠী কলাকুশলিরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ স্থানীয় কাউন্সিলর রা।অমর শিল্পীর কন্ঠে গান গেয়ে শিল্পীরা কিশোর কুমার কে শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়াও তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।কিশোর কন্ঠ রূপে পরিচিত গৌতম ঘোষ কে সংবর্ধিত করা হয় এছাড়াও রচনা ব্যানার্জি অন্যান্য আরো অনেক কলা কুশলীদের এই মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দীর্ঘ ৩০ বছর ধরে এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পাশাপাশি তার বক্তব্য কিশোর কুমার বাংলার আবে গ তাই সকলের জন্যই এই মঞ্চ উন্মুক্ত যে কেউ তাকে এই মঞ্চে এসে শ্রদ্ধা জানাতে পারেন।
