বৈদ্যবাটী সুপার মার্কেটের সমবায় সমিতির একটি পুকুরে বৃহস্পতিবার এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয় । ভোররাত থেকেই মৎস্য শিকারীরা প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলা অধিকারী সুব্রত সরকার, আরএমসি সম্পাদক শেখ ফেরদৌস রহমান সহ অন্যান্য অধিকারীরা ।আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উনিশ জন প্রতিযোগী।মৎস্যমন্ত্রীর কাছে একাধিক দাবী জানান মৎস্য চাষীরা, ভিম রাজ্যে মাছ নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়ি থামিয়ে টাকা নেওয়ার অভিযোগ করেন তারা। তারা আরো জানান, সরকারের কাছ থেকে মৎস্য চাষের জন্য কোনো রকম সহযোগিতা তারা পান না।। মৎস্য চাষিদের একাধিক দাবির পরিপ্রেক্ষিতে মৎস্য মন্ত্রী জানান চাষিদের যাতে পুলিশি বাধার সম্মুখীন না হতে হয় সেই দিকে নজর রাখবেন তিনি এবং চাষিরা যাতে আরও অত্যাধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারে সেই ব্যবস্থা ও নেওয়া হবে। এই মৎস্য প্রতিযোগিতায় ৮ কেজি ৭০০ গ্রাম মাছ ধরে প্রথম পুরস্কার অধিকার করেছেন দীপক সিং এবং দ্বিতীয় স্থানে থাকেন কার্তিক পাল (মাছের পরিমাণ ৫কেজি ৯০০গ্রাম)। দুই বিজয়ীকেই পুরস্কৃত করেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।