অশনি” দুর্যোগ মোকাবিলায় হ্যাম রেডিও স্টেশন পরিষেবার প্রস্তুতি সোদপুরে।
“অশনি” দুর্যোগ মোকাবিলায় হ্যাম রেডিও স্টেশন তৎপরতার সাথে কাজ শুরু করলো, প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ যখন বিছিন্ন হয়ে যাওয়ার, এবং প্রধান প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ক্ষয়ক্ষতির জায়গা থেকে যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায় সেই সময় এই হ্যাম রেডিও তরঙ্গের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ স্থাপন ও উদ্ধার কার্যে যথেষ্ট সুবিধা হয়। তাই “অশনি” দূর্যোগ মোকাবেলায় জেলার বিভিন্ন দূর্যোগপূর্ন জায়গার মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সোদপুর গোদরেজ প্রকৃতি আবাসনে হ্যাম রেডিও স্টেশন চালু করা হলো, ব্যারাকপুরের মহকুমা শাসক ও পানিহাটি পৌরসভার সহযোগিতায় এই রেডিও স্টেশন চালু করা হয়। “অশনি” দুর্যোগ আসার আগে হ্যাম রেডিও স্টেশন চালু করে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করে রাখছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান এই হ্যাম রেডিও তরঙ্গের পরিষ্কার ফ্রিকোয়েন্সির জন্য উঁচু জায়গার প্রয়োজন,তাই সোদপুর গোদরেজ প্রকৃতির বিল্ডিং এর উঁচু জায়গায় এই স্টেশন হওয়াতে অন্যান্য জেলার সাথে যোগাযোগ করতে অনেকটাই সুবিধে হবে।