‘অশনি’ সংকেত, রাজ্যের জেলায় জেলায় সকাল থেকে ভারী বৃষ্টিপাত।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। তার আগেই সোমবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকাজুড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র দীঘা, মন্দারমনি, তাজপুর সহ একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। গতকালই প্রশাসনের তরফ থেকে পর্যটকসহ এলাকাবাসীদের সতর্ক করে দেয়া হয়েছিল নিরাপদ স্থানের আশ্রয় নেওয়ার জন্য।

অপরদিকে,অশনির এখনো ভূপৃষ্ঠে প্রবেশ করতে ঢের বাকি।তার মাঝেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকাতে। ক্যানিং, গোসোবা, বাসন্তী জুড়ে সকাল থেকে আকাশ কালো করে চলছে বৃষ্টি।সঙ্গে চলছে হালকা ঝোড়ো হাওয়া।অশনির প্রভাব পশ্চিমবঙ্গে জোরালো প্রভাব না ফেললেও আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় জেলাজুড়ে চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। প্রচণ্ড দাবদাহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর।তবে এর মাঝে সিঁদুরে মেঘ দেখছে দিঘা হোটেল মালিকরা। আম্ফান, ইয়াসের স্মৃতি আরো একবার উস্কে দিচ্ছে অশনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 7 =