একঝাঁক মন্ত্রীর উপস্থিতিতে সবলা মেলার পাশাপাশি অশোকনগর উৎসবের শুভ সূচনা হল অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে। সোমবার থেকে শুরু হয়ে যা চলবে আগামী রবিবার পর্যন্ত টানা সাত দিন ধরে। এই অনুষ্ঠান উপলক্ষে অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন সহ স্টেডিয়াম চত্বর আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এদিন অশোকনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুসজ্জিত র‍্যালির মাধ্যমে মেলার মাঠে প্রবেশ করেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে জেলা সবলা মেলা ও অশোকনগর উৎসবের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয়মন্ত্রী বীরবাহা হাঁসদা, তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, অশোকনগর পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার সহ অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিভিন্ন জনপ্রতিনিধিরা। অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামীর উদ্যোগেই এই অশোকনগর উৎসব পাশাপাশি সবলা মেলাকেও অশোকনগরে নিয়ে আসা হয়েছে বলেই জানা গিয়েছে। প্রায় ৭৫ টির উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নানা স্টল, পাশাপাশি ভুরি ভোজেরও আয়োজন রয়েছে এই সবলা মেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 6 =