অসুস্থ মা, রিপোর্ট আনতে ৭০ কিমি সাইকেল চালিয়ে হাসপাতালে ছেলে।
এমনই এক নজিরবিহীন ঘটনা লক্ষ্য করা গেলো সামসেরগঞ্জ থানার উত্তর চাচণ্ড গ্রামে।মিজানুর রহমান নামে ওই যুবক পেশায় ঘুঘনি ব্যবসায়ী।মায়ের প্রতি অফুরান ও নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া হয়তো সম্ভবই নয় এটা।বাড়িতে মাসখানেক ধরেই অসুস্থ মিজানুর রহমান নামে ওই যুবকের মা।ঈদের দিনকয়েক আগেই ডাক্তারের পরামর্শ মতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এমআরআই করিয়ে নিয়ে আসে ওই যুবক।হাসপাতাল থেকে ঈদের পরে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়।কিন্তু ঈদের পরদিন রিপোর্ট দেওয়া বন্ধ হওয়ায় যেতে পারেননি তিনি।পাশাপাশি লকডাউন হয়ে যাওয়ায় কিভাবে রিপোর্ট আনতে যাবেন তা নিয়ে কার্যত চিন্তিত হয়ে পড়েন মিজানুর রহমান।কিন্তু মায়ের অসুখের কথা চিন্তা করে বুধবারই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেয় ছেলে।প্রায় টানা চার ঘণ্টা সাইকেল চালিয়ে ৭০ কিমি পথ পেরিয়ে মালদা মেডিকেল কলেজে পৌঁছোয় ওই যুবক।ওই পথেই আবার বাড়ি ফেরা। আট ঘন্টার দীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করে যেভাবে মায়ের জন্য রিপোর্ট নিয়ে এলেন ওই যুবক তাতে এলাকাবাসী মিজানুরকে কার্যত সাধুবাদ জানিয়েছেন।