নদীয়া জেলার চাকদার তৈরী দূর্গা প্রতিমা জলপথে রওনা দিলো প্যারিসের উদ্দেশ্যে। জাহাজে করে প‍্যারিসের পথে রওনা দিলো চাকদার কেবিএমের অনুপ গোস্ষামীর হাতে তৈরী দূর্গা প্রতিমা। জানা গিয়েছে গত দুমাস ধরে তৈরী করা হয়েছে ফাইবারে এই দূর্গা প্রতিমা। এক চালা লম্বা সাড়ে সাত ফুট, চওড়া সাড়ে দশ ফুট। ফোল্ডিং সিস্টেমে তৈরী ওজন প্রায় আনুমানিক দুশো কেজির মতো। গত রথযাত্রায় এই অর্ডার পেয়েছেন বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + eleven =