অস্ত্রোপচার করে শিশুর খাদ্যনালীতে আটকে থাকা সেফটি পিন বের করলো চিকিৎসকেরা।

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগরের বছর আড়াই এর এক শিশু সৌরনীল জানা হঠাৎই খেলার ছলে একটি সেফটিপিন খেয়ে ফেলে। এরপরই তার পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করতে বলেন চিকিৎসকেরা।বাবা দীপঙ্কর জানা ও মা সুজাতা জানার একমাত্র সন্তান সৌরনীলকে তখনই এক্সরে মাধ্যমে ধরা পড়ে সেফটিপিনটি খোলা অবস্থায় আটকে রয়েছে সৌরনিলের খাদ্যনালীতে। আর যা দেখে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।পরে তড়িঘড়ি শিশুটিকে নিয়ে আসা হয় ডায়মন্ডহারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে। আর সেখানেই চিকিৎসকদের তৎপরতায় প্রাণ রক্ষা হয় শিশুটির।
ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দিপ্তেন পাল, সোহম ব্যানার্জি, রুপম জানা দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে খোলা সেফটিপিন টিকে বের করেন। মূলত এই ধরনের অস্ত্রোপচার করতে সাধারণত যেতে হয় কলকাতায় কিন্তু ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই সাফল্য নতুন বড়সড় মাপকাঠি হয়ে দাঁড়ালো এলাকার মানুষজনের কাছে। অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করছে এবং অনেকটাই স্বাভাবিক রয়েছে। ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে সফল অস্ত্রোপচারে খুশি সৌরনিল জানার পরিবারের লোকজন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 12 =