অস্ত্র উদ্ধারে লাগাতার সাফল্য সামসেরগঞ্জ থানার পুলিশের।

এবার আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রুস্তুম মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত ওই যুবকের নাম রাহুল শেখ(১৮)। তার বাড়ি ১৭ নম্বর ওয়ার্ডের লালপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ফরাক্কার মহাদেবনগর এলাকার দুই যুবককে অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাদের রিমান্ডে নিয়ে রাহুলের কথা জানতে পারে পুলিশ। তারপরেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। অস্ত্র কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবারই ধৃতকে বিশেষ আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =