অ্যান্টিভাইরাস কোম্পানির নামে চলছিল বড়সড় প্রতারণা চক্র ! শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং পানিট্যাংকি ফাঁড়ির যৌথ অভিযানে পর্দাফাঁস প্রতারণা চক্রের।উল্লেখ্য ,বহুদিন ধরেই শিলিগুড়ি থানার পুলিশের কাছে অভিযোগ আসছিল এই প্রতারণা চক্রের। অবশেষে গতকাল রাতে অভিযানে নামে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ। এদিন শিলিগুড়ি পৌরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের শিশির ভাদুড়ি সরণীর একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় এই প্রতারণা চক্রের সাথে জড়িত ১০ জন অভিযুক্তকে।

অভিযোগ, ওই ফ্ল্যাটে একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে এক কার্যালয়ে খুলে মানুষকে প্রতারণা করছিল এরা। প্রাইভেট কিছু ল্যাপটপ মোবাইল ও প্রচুর সিম কার্ডকে ব্যবহার করে এই চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরে একাধিক জেলা এবং ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন দেশের মানুষকে এখানে বসেই প্রতারিত করত ধৃতরা। অবশেষে শনিবার রাতে এই বেআইনি সেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ।

এদিন এই অভিযানে উদ্ধার হয়েছে চারটি ল্যাপটপ, ছটি মোবাইল ছাড়াও আরো বেশ কিছু নথি। এছাড়াও ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই কলকাতা সহ বিভিন্ন জেলার বাসিন্দা।শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অপরদিকে এই চক্রে বহিরাগত নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই চারিদিকে সার্চিং অপারেশন শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + five =