অ্যাম্বুলেন্সে অবৈধ মদ পাচার, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ
এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকা বিকল অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ! যা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যেতে দেখা যায় এক মহিলাকে।এরপর কাছে গিয়ে স্ট্রেচারের কাপড় তুলতেই বেরিয়ে আসে আসল রহস্য,মৃতদেহের পরিবর্তে সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচারে সাজানো রয়েছে মদের কার্টুন দেখে চক্ষু চড়কগাছ সকলের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।এরপর ক্রেন দিয়ে মদ সমেত ঐ অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে থানায় আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন ৫২ কার্টুন ভর্তি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ অবৈধ মদ অসম থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় যে চক্র রয়েছে তার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
