আইনি জটে ঘোজাডাঙ্গা সীমান্তে আটকে কয়েকশো গম রপ্তানির ট্রাক।

বিদেশে গম রপ্তানি করা যাবে না, চলতি মাসের ১২ মে বিদেশমন্ত্রক জানিয়ে দেয়।কারণ একটাই,ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে মধ্য ভারতের কূটনৈতিক ভূমিকা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত। পাশাপাশি এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে G-7 অন্তর্ভুক্ত দেশগুলো।যার ফলে বিদেশে গম রপ্তানি করা যাবে না।কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, একাধিক রাজ্য এবার গম উৎপাদনে নজির গড়েছে।কিন্তু উৎপাদন হলেও পর্যাপ্ত পরিমাণ বিদেশে গম পাঠানো যাবে না।

দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩০০ টি গম বোঝাই ট্রাক বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে আটকে রয়েছে।যেতে পারছেনা বাংলাদেশে,আবার ফিরতে পারছে না তাদের নিজের রাজ্যে।আইনি জটিলতার মধ্য পরেছে এইসব পণ্যবাহী ট্রাকের ব্যবসায়ী থেকে শুরু করে চালক ও খালাসিরা।সময় যত যাচ্ছে একদিকে ভিন রাজ্য থেকে আসা গম বোঝাই ট্রাক খাবার মজুত করা পেট্রোল ফুরিয়ে আসছে। বাংলাদেশে না পাঠাতে পারলে ক্ষতি হতে পারে কয়েকশো কোটি টাকা। সব মিলিয়ে সমাধান কিভাবে আসবে এখনো জানেন না ব্যবসায়ীরা। তাই সময় যত যাচ্ছে ততই দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে।বিভিন্ন রাজ্য থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক খালাসী ও মালিকদের।

ভারতের দ্বিতীয় বৃহৎতম স্থল বন্দরে আটকে রয়েছে ট্রাক। একদিকে বর্ষার জল গম এর মধ্যে পড়ে সেগুলো পচন ধরতে পারে।তাই সব মিলিয়ে দুশ্চিন্তা হচ্ছে সীমান্তে দাঁড়িয়ে থাকা গমবোঝাই ট্রাকচালকদের।অন্যদিকে ১২ মে এর আগে যেসব গম বোঝাই ট্রাক ঘোজাডাঙ্গা সীমান্ত এসেছিল কেবলমাত্র সেগুলি বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − one =