আগরতলা শহরের জন‍্য তৃণমূলের নবরত্ন।

আগরতলা শহরের জন‍্য তৃণমূলের নবরত্ন।

আগরতলা শহরকে বদলে দেওয়ার জন্য এক গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে এলো তৃণমূল। শহর থেকে গ্রাম সর্বত্র উন্নয়ন আনতে তৃণমূলের এবার নবরত্ন। এই মাসের শেষেই আগরতলায় পুরভোট আর তাই এদিন তৃণমূল প্রকাশ করল ইস্তেহার যার নাম ‘আগরতলার জন্য নবরত্ন’। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়, সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, বিধায়ক জুন মালিয়া, সোহম চক্রবর্তী এবং ত্রিপুরার স্টিয়ারিং কমিটির সদস্য সুবল ভৌমিক।

১. আগরতলার জন‍্য থাকবে উন্নত রাস্তা, বিনামূল্যে ওয়াইফাই, বায়ো টয়লেট, ভূগর্ভস্থ কেবলিং, বৈদ্যুতিক চুল্লি তৈরির প্রতিশ্রুতি।

২. মহিলাদের সুরক্ষা দিতে পথে নামবে পিঙ্ক অটো বা ট্যাক্সি। যা সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত।এই ধরনের গাড়ি রাস্তায় নামাতে ব্যয় বহন করবে পুরসভা। এছাড়া, রাস্তায় ৩০০ মিটার অন্তর বসানো হবে আলো। থাকবে উচ্চবাতিস্তম্ভ। সিসিটিভি ঘেরা গোটা শহর।

৩. শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ‍্য ব‍্যবস্থাপনা।

৪.অভিযোগ জানাতে মেয়রের সঙ্গে কথা বলতে থাকবে বিশেষ মোবাইল নম্বর।

৫.থাকছে সুস্বাস্থ‍্যের আশ্বাস।

৬.এবার জলকরেও ছাড়। তৃণমূল আগরতলা পুরসভা ভোটে জিতলে বাসিন্দাদের আর জলকর দিতে হবে না।

৭. পরিস্রুত জল পেতে আগরতলায় তৈরি হবে ওয়াটার এটিএম।

৮. হকারদের পুনর্বাসন ও স্বীকৃতি।

৯. এবং সবশেষে নবম প্রতিশ্রুতিতে থাকছে পুরকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =