“আগামীকাল অমিত শাহের সভা হবে ঐতিহাসিক”ইকোপার্কে, প্রাতঃভ্রমণে এসে বললেন দিলীপ ঘোষ।
শুক্রবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আগামীকাল শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে বলেন জয়েনিংয়ের লিস্ট আমার কাছে নেই।যারা জয়েন করবেন তাঁরা লিস্ট নিয়ে আসবেন। তবে একটা বড় সংখ্যা এবং ভারী ভারী নেতারা জয়েন করবেন। কাল অবধি অপেক্ষা করুন। কিন্তু সভা হবে ঐতিহাসিক।এক লক্ষের বেশি লোক হবে। প্রধানমন্ত্রী সভার মতো ব্যাপক একটা সভা হবে। এটা পরিবর্তনের ঢেউ লেগে গিয়েছে যেটা জঙ্গলমহল এবং মেদিনীপুর থেকে পরিবর্তন হবে।
ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গে বলেন “ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এটা উল্টো হয়ে গিয়েছে। ওদের পার্টি ভেঙে যাচ্ছে। সেটা বোঝা যাচ্ছে। এই ধরনের হিংসাত্মক রাজনীতি ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে চলবে না। যারা করেছেন তারা আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।” জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাচ্ছেন এই জল্পনা উঠছে। এই নিয়ে তিনি বলেন যে অনেকেই পদত্যাগ করছেন। অনেকেই বলছেন পার্টি ছেড়ে দেবেন। কে আসবেন না আসবেন আমিও জানি না সবার কথা। যারা আসছেন তারা ঠিক করছেন। তারা ঠিক করবেন। হয়ত কোনো না কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার সঙ্গে যোগাযোগ করেননি। যারা অত্যাচার করছে সেই পার্টির লোকেরা বিজেপিতে আসছেন। ভারতবর্ষের এতো গুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সব জায়গায় গণতন্ত্রের মাধ্যমে এসেছে। এখানেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই। গণতন্ত্রের মাধ্যমে আমরা এখানে সরকার গঠন করব।