আগামীকাল কলকাতা পুরসভার ভোট তার আগে চলছে নাকা চেকিং।
আগামীকাল কলকাতা পুরসভার ভোট। তার আগে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বার গুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রীজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি গাড়ি ও বাইক চেকিং করছে পুলিশ। সারারাত ধরেই কলকাতা পুলিশের সাথেও যৌথভাবে এইসব এলাকায় নাকা চেকিং চালানো হয় বলে বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে।
