আগামী ১৩,১৪ ১৫ তারিখ মধ্যমগ্রাম পৌরসভা অঞ্চলে লকডাউন।
সোমবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল পৌরসভার তরফ থেকে।সোমবার দুপুরে মধ্যমগ্রাম পৌরসভায় পৌর প্রশাসক নিমাই ঘোষ সহ প্রশাসক মন্ডলির সদস্য থানা,ও বাজার সমিতিদের নিয়ে বৈঠক হয়।করোনা অন্যান্য পুরসভার মত মধ্যমগ্রাম পৌরসভায়ও বারবারন্ত লক্ষ্য করা যায় সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় আগামি ১৩, ১৪ ও ১৫ ই জানুয়ারি মধ্যমগ্রাম পৌরসভার ২৮ টি ওয়ার্ড সম্পুর্ন বন্ধ থাকবে,অর্থাৎ লকডাউন যেমনটা হয়,ঠিক তেমনই।জেলায় এই প্রথম এবং মধ্যমগ্রাম পৌর এলাকায় তৃতীয় ঢেউ আশংকায় এই সিদ্ধান্ত নেওয়া হল।পৌর প্রশাসক নিমাই ঘোষ আমাদেরকে জানান,এই সিদ্ধান্ত সবার মিলিত উপস্থিতিতে নেওয়া হয়েছে,সবাই সহমত প্রকাশ করেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা চিন্তা করে।আপাতত তিনদিন বন্ধ থাকবে,পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।তবে এই লকডাউন থেকে বাদ থাকবে জরুরি পরিষেবা গুলি।
