আগামী ৫ বছরে মেডিক্যাল কলেজে ৭৫ হাজার আসন বাড়ানো হবে, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। এদিন ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বলেন, ”প্রতি বছর ভারত থেকে ছাত্ররা ডাক্তারি পড়তে বাইরে যাচ্ছে। তাই এখন ১০ বছরে মেডিক্যালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ। আগামী ৫ বছরে মেডিক্যাল কলেজে ৭৫ হাজার নতুন আসন তৈরি করা হবে। সমাজের পিছিয়ে পড়া অংশকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রতিটি মুহূর্ত দেশের জন্য। তৃতীয় মেয়াদে তিনগুণ গতিতে কাজ করব। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করব। আমি চ্যালেঞ্জকে ভয় পাই না”, স্বাধীনতা দিবসে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি আরো বলেন ,”মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তাতে মানুষের আক্রোশ বাড়ছে। রাজ্য় সরকারগুলিকে এটা নিয়ে ভাবতে হবে। মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধ হলে তা দ্রুত তদন্ত করতে হবে। পায়ে পা মিলিয়ে যদি দেশবাসী এগিয়ে চলে, তবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, যতই অভাব থাকুক না কেন, আমরা বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করতে পারব।আমরা সিদ্ধান্ত নিয়েছি ,আগামী ৫ বছরে চিকিৎসা ক্ষেত্রে ৭৫ হাজার আসন বাড়ানো হবে।”