আগামী ৬ মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে ‘নতুন তৃণমূল কংগ্রেস’ চাঁচলে দেখা গেলো অভিষেকের ছবি-সম্বলিত এই রহস্যময় পোস্টার । চাঁচল শহরের দু একটি জায়গার পাশাপাশি এই পোস্টার লাগানো রয়েছে চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের অস্থায়ী বাসভবনে। আর যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ঘোর গুঞ্জন। সর্বনাশের প্রভাত ফেরি বলে কটাক্ষ বিজেপি ও কংগ্রেস।
ক’দিন আগেই কলকাতা ছেয়েছে অভিষেকের নতুন তৃণমূল গঠনের ঘোষণা সংবলিত হোর্ডিংয়ে। এবার সেই হোর্ডিংয়ের দেখা মিলল মালদার চাঁচলে। চাঁচল সদর তো বটেই, এই পোস্টার লাগানো হয়েছে খোদ স্থানীয় তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের অস্থায়ী বাসভবনেও। শনিবার সকালে চাঁচল শহরের কুমার শিবপদ লাইব্রেরির গেটের লাগানো রয়েছে নতুন তৃণমূল গঠনের ঘোষণা সংবলিত হোর্ডিং। এছাড়াও এই হোডিং লাগানো রয়েছে চাঁচলের কলোনিতে অবস্থিত খোদ তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের অস্থায়ী বাসভবনের মূল গেটের সামনে। হোডিং লেখা রয়েছে “ আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল” ঠিক যেমনটা সাধারণ মানুষ চাই। এই হোডিং শহরে পড়তে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। উল্লেখ্য,কয়েকদিন আগেই সারা রাজ্যের সঙ্গে মালদহের চাঁচল ১ নং ব্লকেও মাদার কমিটি সহ তৃণমুলের অন্যান্য শাখা সংগঠন গুলির ব্লক সভাপতিদের তালিকা প্রকাশ হয়েছে। আর তারপরেই শহরের বেশ কয়েকটি জায়গায় এই অভিষেকের ছবি সম্বলিত এই হোডিং দেখা গিয়েছে। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন ।সর্বনাশের প্রভাত ফেরী bol কটাক্ষ চাঁচল ব্লক কংগ্রেস নেতৃত্বের। চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান বলেন, সকাল সকাল এটি তৃণমূলের সর্বনাশের প্রভাত ফেরী। দল দুর্বল হচ্ছে তার জন্য উপদল গঠন হচ্ছে। এটা গোষ্টিকন্দলের চিত্র।
অন্যদিকে মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের ভাঙ্গন। যার উদাহরণ চাঁচল।
দলের নাম বদনাম করার চেষ্টা বিরোধীদের। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। চাঁচোলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন, দলের কেউ এই কাজ করবে না। এটা বিরোধীদের চক্রান্ত। আমি চাঁচল থানার পুলিশকে বলেছি বিষয়টি খতিয়ে দেখতে।